মাথা কেটে অপারেশনে দুই মাসের হাবিবার মৃত্যু, সাংবাদিকদের বিরুদ্ধে উল্টো অভিযোগ চিকিৎসকের
কক্সবাজারে কথিত চিকিৎসক বাদশা আলমগীর ওরফে বি. আলমগীরের অবহেলায় দুই মাস বয়সী শিশু নূর হাবিবার মৃত্যুর অভিযোগ উঠেছে।
পরিবারের দাবি, ভুল চিকিৎসা ও অযৌক্তিক অস্ত্রোপচারের কারণে প্রাণ হারায় শিশু হাবিবা।
শিশুটির চাচা আসাদুল্লাহ অভিযোগ করে বলেন, হাসপাতালের দালাল সোহাগের মাধ্যমে কক্স ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয় হাবিবাকে। কোনো প্রকার পরীক্ষা ছাড়াই কেবল একটি এক্স-রে রিপোর্টের ভিত্তিতে টিউমার অপসারণের নাম করে অস্ত্রোপচার করা হয়। এ সময় মাথার পেছনের বড় একটি অংশসহ গুরুত্বপূর্ণ অংশ কেটে ফেলা হয়। অপারেশন থিয়েটার থেকে বের করার কয়েক মিনিটের মধ্যেই মারা যায় শিশু হাবিবা। পরে তড়িঘড়ি করে মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
এ ঘটনায় পরিবার বিচার চাইতে গণমাধ্যমে আসলে সাংবাদিকরা ৩০ সেপ্টেম্বর কক্স ন্যাশনাল হাসপাতালে গিয়ে সত্যতা যাচাই করেন। প্রশ্নের মুখে বি. আলমগীর প্রথমে গড়মিল বক্তব্য দেন, পরে উত্তেজিত হয়ে সাংবাদিকদের “সাংবাদিকতা শিখে আসতে” বলেন।
তবে উল্টো ১১ জন সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এই কথিত চিকিৎসক। যা গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা বলে মন্তব্য করেছেন স্থানীয় সাংবাদিক নেতারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, বি. আলমগীরের ডিগ্রি ও চিকিৎসক পরিচয় নিয়েও দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। রোগী ভাগাভাগি ও দালাল সিন্ডিকেটের মাধ্যমে সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে রোগী নিয়ে আসার চক্র সম্পর্কেও অনুসন্ধান চলছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.