চট্টগ্রামের পতেঙ্গায় মায়ানমারগামী পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে খাদ্য সামগ্রী ও বস্ত্রসহ ৭ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা ও পুলিশ যৌথভাবে কর্ণফুলী চ্যানেলের কয়লা ডিপো পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় একটি সন্দেহজনক কার্গো বোট তল্লাশি করে প্রায় ৫১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়।
এর মধ্যে রয়েছে—৬২০ বস্তা ডাল, ১০ বস্তা আদা, ৪৮০ পিস লুঙ্গি ও ৪০০ পিস শাড়ি।
তিনি আরও জানান, পণ্যগুলো শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের চেষ্টা করা হচ্ছিল।
এসময় পাচার কাজে ব্যবহৃত কার্গো বোটসহ ৭ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল, আটককৃত বোট ও পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.