মালয়েশিয়ার সীমান্ত প্রদেশ জোহরবারুতে ২ দিনের অভিযানে ৯৮ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। যার মধ্যে ৩৮ জন বাংলাদেশি রয়েছেন। ৯৮ হন অবৈধ অভিবাসীর মধ্যে ৯৪ জন নিবন্ধনহীন। জোহরবারু ইমিগ্রেশন ইস্কান্দার পুত্রেই এবং কুলাইতে এই ২ দিনব্যাপী অভিযান পরিচালনা করে।
মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল এন্ড এনফোর্সমেন্ট এজেন্সি এবং ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশন অ্যাকশন ইউনিটের দেয়া তথ্যানুসারে মোট ৪৩ টি স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহা. রুশদি মোহা. দারুস জানান, অভিযান চলাকালে মোট ১৯৯ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি বলেন, আটককৃতদের মধ্যে ৩৮ জন বাংলাদেশি, ২২ জন মিয়ানমারের নাগরিক, ২০ জন ইন্দোনেশিয়ান, জন পাকিস্তানি, ৪ জন ভারতীয়, ২ জন ভিয়েতনামিজ এবং নেপাল ও থাইল্যান্ডের একজন করে নাগরিক রয়েছেন।
রুশদি বলেন, আটককৃতদের মধ্যে ৯৬ জন কোন ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই কাজ করছিলেন। এদের সঙ্গে ১৮ বছর এবং ৬১ বছর বয়সী ২ জন মালয়েশিয়ানকে আটক করা হয়েছে।
ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এবং ধারা ১৫ (১)(সি) এর অধীনে এসব অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়েছে।
আটককৃতদের ইমিগ্রেশনের সেতাই ত্রোপিকা আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে বলে জানান রুশদি।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.