রফিক উদ্দীন রিজভী, কক্সবাজারঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
বুধবার দুপুরে দায়ের করা মামলাটি ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৫ ধারায় আমলে নিয়ে আদালত তদন্তের নির্দেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী এডভোকেট ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অভিযুক্তরা হলেন,ডিজিটাল অগ্রযাত্রা’ নামক একটি গণমাধ্যমের প্রতিবেদক মেহেদী হাসান পলাশ, টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা সুলতান আহামদ ও ইমান হোসাইন, গণমাধ্যমটির প্রতিনিধি খাঁন মঈন উদ্দিন এবং ফাহিম হাসান সাদিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুলতান আহামদ কক্সবাজার জেলা বিএনপির একজন সদস্য।
এডভোকেট ছমি উদ্দিন জানান, অভিযুক্তরা সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছ থেকে চাঁদা দাবি করছিলেন। দাবিকৃত চাঁদা না পেয়ে গত ৪ জুন ‘ডিজিটাল অগ্রযাত্রা’ পত্রিকার ফেসবুক পেইজে তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করে।
যেখানে দাবি করা হয়, “৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী ফ্যাসিস্ট নেতাদের পুনর্বাসন করে শত কোটি টাকা আয় করেছেন”। সংবাদটিতে সুলতান আহামদ ও ইমান হোসাইন নামের দুইজনের ভুয়া সাক্ষাৎকার ব্যবহার করা হয়।
আইনজীবীর ভাষ্য মতে, সংবাদে যেসব ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের দাবি করা হয়েছে, তাদের সঙ্গে বাদীর কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। মূলত বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হয়েছে।
আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.