কক্সবাজার-টেকনাফ উপকূলে মিয়ানমার জলসীমায় অবৈধভাবে মাছ ধরতে যাওয়ার সময় ১২২ জন জেলে ও ১৯টি ফিশিং বোট আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা থেকে বেশ কয়েকটি ফিশিং বোট মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরতে প্রবেশ করে। খবর পেয়ে বিসিজি আউটপোস্ট শাহপরী একটি বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত এলাকায় প্রবেশ করা ১৯টি বাংলাদেশী ফিশিং বোটসহ মোট ১২২ জন জেলেকে আটক করা হয়।
এদের মধ্যে বাংলাদেশি জেলে ২৯ জন এবং রোহিঙ্গা জেলে ৯৩ জন বলে জানায় কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানায়, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সম্প্রতি বাংলাদেশি ফিশিং বোটগুলোর মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশের প্রবণতা বেড়ে গেছে। এর ফলে প্রায় প্রতিদিনই আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের আটক করছে।
আটককৃত জেলে এবং জব্দকৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানান তিনি।