কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় বিভিন্ন সময়ে অপহরণের শিকার হওয়া ৩ জন স্থানীয় কৃষক মুক্তিপণ দিয়ে ঘরে ফিরেছে।
তিন রাত জিম্মি থাকার পর রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারা অসুস্থ শরীরে বাড়ি ফেরেন।
তারা হলেন, বাহারছড়া ইউনিয়নের চৌকিদারপাড়া এলাকার মো. আব্দুল্লাহর ছেলে মো. আলী (৩২),
আবুল মনজুরের ছেলে রহমত উল্লাহ (১৬) এবং আব্দুস সালামের ছেলে সুলতান আহমদ (৩৪)।
ভুক্তভোগী পরিবার জানায়, অপহরণকারীরা তাদের কাছ থেকে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রথমে কৃষক মো. আলীকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। এরপর দুপুরে ক্ষেত-খামারে যাওয়ার সময় রহমত উল্লাহ এবং পানের বরজে কাজ করার সময় সুলতান আহমদকে একই কায়দায় অপহরণ করে চক্রটি। পরে তাদের পাহাড়ে নিয়ে গিয়ে ৭২ ঘণ্টারও বেশি সময় আটকে রেখে নির্যাতনের পাশাপাশি মুক্তিপণ দাবি করা হয়।
ভুক্তভোগী মো. আলীর স্বজন ইমাম হোসেন বলেন, “তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
স্থানীয় আরও কয়েকজন অভিযোগ করে বলেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে টেকনাফে অপহরণ নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, “অপহরণ হওয়া ৩ কৃষক বাড়ি ফেরার খবর পেয়েছি।”
এদিকে কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৯ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে মোট ২৬৩ জনকে অপহরণ করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশকেই মুক্তিপণ দিয়েই ফিরতে হয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.