কক্সবাজারের টেকনাফ উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ চোরাই রেশন সামগ্রী জব্দ এবং এক পাচারকারীকে আটক করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার রইক্ষ্যংয়ে একটি বিশেষ টহল অভিযানে এসব জব্দ করা হয়।
এসময় উনচিপ্রাংয়ের রাইক্ষ্যং এলাকার গোলাম কাদেরের পুত্র মো. ফারুক(২৭)কে আটক করা হয়।
বিশেষ সূত্রে জানা যায়, রইক্ষ্যং এলাকার একটি গুদামের পাশে যৌথ টহল দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন শ্রমিক পালিয়ে যায়। এ সময় একটি সন্দেহজনক পিকআপ ভ্যান আটক করা হয় এবং গুদামের দায়িত্বে থাকা ফারুককে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে ফারুক জানান, বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য সরবরাহকৃত খাদ্য সামগ্রী গুদামে মজুদ রাখা হয় এবং পরবর্তীতে পণ্যগুলোর মোড়ক পাল্টে তা WFP-এর স্থানীয় ডিলারদের নিকট পুনরায় সরবরাহ করা হয়।
এছাড়াও অভিযোগ রয়েছে, এই গুদামটি উনচিপ্রাং ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সহ-সভাপতির প্রত্যক্ষ মদদে পরিচালিত হয়ে আসছিল এবং ক্যাম্প ২২-এর রোহিঙ্গা ব্যবসায়ী মনু মাঝি সহ একাধিক ব্যক্তি নিয়মিতভাবে এই গুদামে রেশন সরবরাহ করতেন। গোপনে এসব রেশন পণ্য মায়ানমারে পাচারও করা হতো। পাচারের জন্য উনচিপ্রাং ইউনিয়নের নদীপথ ব্যবহার করা হতো গভীর রাতে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ২১৫০ কেজি চাল, ১৭০ লিটার তেল, ৩২০ কেজি পিঁয়াজ, ১৫২০ কেজি আটা, ৭৫০০ পিস সাবান, ৬০০কেজি হলুদ, ৭৫০ কেজি চিনি, ৫৫০কেজি ডাল, ১২ ভোল্টের ৮ পিস ব্যাটারি, ৬ ভোল্টের ২পিস ব্যাটারি ও একটি সেলাই মেশিন।
স্থানীয় সূত্র জানায়, রোহিঙ্গা ক্যাম্পে থাকা RRRC অফিস, APBN ও সিআইসিদের নাকের ডগায় এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করে আসছে।
জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বন্ধে সেনাবাহিনী ও প্রশাসনের উদ্যোগে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে এই সফলতা এসেছে। প্রশাসন জানিয়েছে, রোহিঙ্গা রেশনের অবৈধ বাণিজ্যে জড়িত ব্যক্তিবর্গের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.