রাখাইনে ‘মানবিক করিডোর’ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়ে সরকারের অস্পষ্ট অবস্থান ও তথ্যপ্রকাশে ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সোমবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে ‘কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।
প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের সুশাসনের ঘাটতির বেশ কিছু উল্লেখযোগ্য উদাহরণ দিয়েছে টিআইবি।
সংস্থাটি বলছে, সরকারের উচ্চ পর্যায়ের পদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচার বিভাগে বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কর্মকর্তা, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও ও কোষাধ্যক্ষ নিয়োগ। বিভিন্ন জনের গ্রেপ্তার নিয়ে লুকোচুরি, পাল্টা শুল্ক ইস্যুতে স্বচ্ছতা ও দক্ষতার ঘাটতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে লন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর, বিদ্যুৎ খাতের চুক্তি প্রকাশ না করা-এসব ক্ষেত্রে সরকারের স্বচ্ছতার ঘাটতি রয়েছে।
সংস্থাটি আরও জানায়, সংস্কারের জন্য গঠিত কমিশন গুলো প্রতিনিধিত্বশীল না হওয়া; আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষেত্রে সব অংশীজনকে সম্পৃক্ত না করায় সমন্বয় ও অংশগ্রহণের ঘাটতি তৈরি হয়েছে। এছাড়া এনবিআর ভেঙে দুটি নতুন বিভাগ গঠনের ক্ষেত্রে সব পর্যায়ে অংশীজনের অন্তর্ভুক্তির ঘাটতি রয়েছে।
টিআইবি জানিয়েছে, স্বপ্রণোদিত তথ্য প্রকাশ না করার চর্চা এবং সরকারি দপ্তর সমূহের তথ্য গোপন করার প্রবণতা রয়ে গেছে।
ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইস্যুতে স্থানীয় সরকার মন্ত্রণালয়, নির্বাচন কমিশন ও আইন মন্ত্রণালয়ের সমন্বয়ের ঘাটতি রয়েছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
প্রতিবেদনে টিআইবি বলছে, দুর্নীতি দমন কমিশনের কাজে হস্তক্ষেপের অভিযোগ আছে। দুই উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতি, বঞ্চিত হওয়ার নামে অবৈধ সুযোগ সুবিধা আদায়, ডিসি পদায়নের দুর্নীতির অভিযোগ, পাসপোর্ট-ভূমি-বিআরটিএ-ওয়াসা-জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সেবা খাতে দুর্নীতি সুশাসনের ঘাটতির উল্লেখযোগ্য উদাহরণ।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.