কক্সবাজারের উখিয়ায় থানার ওসি জিয়াউল হকের বিরুদ্ধে ছোটখাটো অপরাধীদের গ্রেপ্তারে মনোযোগী থেকে বড় অপরাধীদের ধরাছোঁয়ার বাইরে রাখার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের প্রভাবশালী নেতারা আয়েশে সময় কাটালেও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তারা অদৃশ্যই থেকে যাচ্ছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিভিন্ন মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। আটককৃতরা হলেন, বালুখালীর ফরিদ আলমের পুত্র মফিদুল আলম, ফলিয়া পাড়ার বদিউর রহমান চৌধুরীর পুত্র আওয়ামী লীগ নেতা অহিদুল হক চৌধুরী, শেখ পাড়া কাশিয়ার বিল এলাকার ফিরোজ মিয়ার পুত্র ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান, ফলিয়া পাড়ার রুহুল আমিনের পুত্র সাংবাদিক খাইরুল আমিন প্রকাশ তানবীর শাহরিয়ার।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খাবার বিতরণ করার দায়ে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিনকেও গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, থানার পক্ষ থেকে মাঝে মাঝে ‘চুনোপুঁটি’ গ্রেপ্তার হলেও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
প্রকৃত অপরাধী ও ‘ফ্যাসিস্ট হাসিনার দোসরদের’ আইনের আওতায় আনা ছাড়া অপরাধ দমনে সফলতা আসবে না মনে করছেন তারা।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক আটককৃতদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও বড় অপরাধীরা কেন ধরাছোঁয়ার বাইরে—এ প্রশ্নের কোনো উত্তর দেননি।
প্রসঙ্গত, সীমান্তবর্তী উখিয়া দীর্ঘদিন ধরে মাদকসহ নানা অপরাধের মূল হোতাদের তৎপরতার জন্য কুখ্যাত। বিশেষ করে গত ৫ আগস্টের পর থেকে উখিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতারা কেন গ্রেপ্তার হচ্ছেন না তা নিয়ে স্থানীয়দের মধ্যে গভীর প্রশ্ন ও হতাশা বিরাজ করছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.