অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দুদিন পর ফেইসবুক পোস্টে রাজনীতি মুক্ত ক্যাম্পাস চেয়েছিলেন মুনতাসির আনসারী, বছর না ঘুরতেই তিনি এখন ইসলামী ছাত্রশিবিরের সরকারি তিতুমীর কলেজ শাখার সেক্রেটারি।
তিতুমীর কলেজ ছাত্র শিবিরের কমিটি প্রকাশ্যে এসেছে শুক্রবার। কমিটিতে সভাপতি হয়েছেন খাদেমুল ইসলাম সিয়াম। আর সেক্রেটারি হয়েছেন মুনতাসির আনসারী। ২০২৫ সালের বাকি সময়ের জন্য তারা নেতৃত্ব দেবেন।
ছাত্রশিবিরের এ কমিটি সামনে আসার পরই মুনতাসিরের ফেইসবুক আইডির একটি পোস্ট ছড়িয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের দুদিন পর, অর্থাৎ ২০২৪ সালের ৭ অগাস্ট ‘সরকারি তিতুমীর কলেজ, ঢাকা’ নামের একটি ফেসবুক পেইজে পোস্টটি দেওয়া হয়েছিল।
সেখানে তিনি লেখেন, “আসসালামু আলাইকুম। আমরা অর্থনীতি ডিপার্টমেন্ট ২০-২১ সেশন সবাই একমত। ক্যাম্পাসে কোনো রাজনীতি চলবে না। আপনারা সকল ডিপার্টমেন্ট থেকে আওয়াজ তুলুন সবাই এক হোন। সবাই এক হলে সব সম্ভব। আমরা সবাই সমান ভাবে ক্যাম্পাসে চলাচল করতে চাই। একটাই কথা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই।
“পাশাপাশি ছাত্রদের দাবিদাওয়া পেশ করার প্লাটফর্ম হিসেবে ছাত্র সংসদ ব্যবস্থা চালুর জোর দাবি জানাচ্ছি। #loud_&_clear প্রত্যেক ডিপার্টমেন্ট ভিত্তিক একতা গড়ে তুলে সবার মাঝে শেয়ার করার অনুরোধ।”
বিষয়টি নিয়ে শনিবার রাত ৮টায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মুনতাসির আনসারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে আমার মন্তব্য লিখিত আকারে কিছুক্ষণের মধ্যে প্রকাশ করবো। আপনাকেও পাঠাচ্ছি।”
তবে ৫০ মিনিট অপেক্ষা করেও তার বক্তব্য মেলেনি। পরে আবার ফোন করলে তিনি সংযোগ কেটে দেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.