জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বিজয় বর্ষপূর্তি উপলক্ষে রামু উপজেলায় এবি পার্টির উদ্যোগে এক স্মরণীয় আলোচনা সভা ও সাংগঠনিক মিলনমেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার(৫ আগস্ট) বিকেলে এবি পার্টি রামু উপজেলা সভাপতি হাফেজ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক সিকদার।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, “জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
এই অভ্যুত্থান গণতন্ত্র, ন্যায়বিচার ও স্বচ্ছতার জন্য ছাত্র ও জনতার সংগ্রামী চেতনাকে উজ্জীবিত করেছে। আজকের বিজয় বর্ষপূর্তি উদযাপন সেই ঐক্য, প্রতিরোধ ও আত্মত্যাগের স্মারক।” তিনি আরও বলেন, তরুণ প্রজন্মই ভবিষ্যতে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে, এজন্য তাদের ঐতিহাসিক সচেতনতা ও সংগঠিত অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টি কক্সবাজার জেলার সহ-সভাপতি ভিপি সৈয়দ করিম, টেকনাফ উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট আবু মুসা মোহাম্মাদ, রামু উপজেলা সেক্রেটারি মুক্তার আহম্মেদ, মাওলানা বখতিয়ারসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা ও মিলনমেলা রামু উপজেলায় এবি পার্টির সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক সচেতনতার নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.