
কক্সবাজারের রামু উপজেলার থোয়াইংগাকাটা এলাকায় অভিযান পরিচালনা করে পাহাড় কাটার স্পট থেকে একটি ড্রামট্রাক জব্দ করেছে বনবিভাগ। বুধবার(১৪ জানুয়ারি) রাত ১০টার দিকে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জ কর্মকর্তা(সহকারী বন সংরক্ষক) অভিউজ্জামান নিবিড়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উখিয়া রেঞ্জ কর্মকর্তা( সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম সহ বনবিভাগের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, দীর্ঘদিন যাবত থোয়াইংগাকাটা এলাকায় পাহাড় ধ্বংস করে লাখ লাখ টাকার বিনিময়ে মাটি বিক্রি করছে প্রভাবশালী একটি চক্র। পরিবেশ ধ্বংসের পাশাপাশি বনভূমি দখল করছে চক্রটি।
রাজারকুল রেঞ্জ কর্মকর্তা জানায়," গোপন সংবাদের ভিত্তিতে পাহাড় কাটার খবরে অভিযান পরিচালনা করে থোয়াইংগাকাটা এলাকায় পাহাড় কাটার স্পট থেকে একটি ড্রামট্রাক জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।"
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.