কক্সবাজারের রামুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইয়াছিন আহমেদ (৩৫) ও তার তিন বছরের শিশু পুত্র ইয়াজান নিহত হয়েছেন।
রবিবার(২৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে রামুর রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের পাশে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মারছা পরিবহনের একটি বাস চট্টগ্রামমুখী আসার সময় কক্সবাজারগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে আগুন ধরে যায়। স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভালেও ঘটনাস্থলেই প্রাণ হারান ব্যারিস্টার ইয়াছিন আহমেদ।
গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী আলিফ লায়লা, মা,বোন ও চালক জসিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার দুই ঘণ্টা পর গাড়ির ভেতর থেকে শিশু ইয়াজানের মরদেহ উদ্ধার করা হয়।
আইনজীবী ইয়াছিন আহমেদ ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা ছিলেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.