রামুতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে উত্তোলন করা বালু বহনকারী ২টি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে।
গতকাল রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাতব্বর পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র ওই এলাকায় খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালায়। অভিযানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, বন বিভাগ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ বালু আজ দুপুর ১২টায় স্পট নিলামের মাধ্যমে সরকারিভাবে বিক্রি করা হবে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.