কক্সবাজারের রামু উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রামু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ শাহজাহান লুটুর নেতৃত্বে বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৪টায় ইসলামী ব্যাংকের সামনে থেকে ওই র্যালী শুরু হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব সরওয়ার রোমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদস্য মো. আনসারুল হক ও রামু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. এরশাদ উল্লাহ।
নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ র্যালীতে বক্তারা বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.