রামু প্রেস ক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রামু অফিসার্স ক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
রামু প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক আমীর হোছাইন হেলালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি আবু নাঈম মো. হারুন ও ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপির রামু উপজেলা প্রধান সমন্বয়কারী আহসান জোবায়ের, জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্সের অন্যতম সংগঠক মাঈনুর রশিদ, রামু উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আবু তালেব ছোটন, প্রেস ক্লাবের সহ-সভাপতি মাষ্টার নাছির উদ্দীন ও নুর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক আনিস নাঈম, সদস্য মো. কাসেমসহ অনেকে।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ইমতিয়াজ ছিদ্দিকী প্রিন্স, সহ-সভাপতি কাইয়ুম উদ্দিন, প্রচার সম্পাদক রিজন বড়ুয়া, ক্রীড়া সম্পাদক সাইদুজ্জমান, সদস্য মো. নোমান, নুরুল হাকিম, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাজ্জাদ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি জাতির সামনে তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। দেশের উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রায় সাংবাদিকদের আরও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সদস্য নাসের ফায়সাল। শেষে কেক কাটা ও সংক্ষিপ্ত র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.