রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়া ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১৩৬ কিলোমিটার পূর্বে আঘাত হানে।
জাপানের আবহাওয়া সংস্থা পূর্ব উপকূলজুড়ে সুনামি পরামর্শ জারি করেছে, যেখানে ৩ মিটার (প্রায় ১০ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া তাইওয়ান, হাওয়াই এবং আলাস্কার আলেউটিয়ান দ্বীপপুঞ্জের জন্যও সুনামি সতর্কতা দেওয়া হয়েছে। মার্কিন পশ্চিম উপকূলের বহু অংশেও সতর্কতা জারি রয়েছে।
\প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারের আওতায় এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ, যার ফলে সুনামির আশঙ্কা বরাবরই বেশি থাকে। সংশ্লিষ্ট দেশগুলো তাদের উপকূলীয় এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক অবস্থায় থাকতে বলেছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.