বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি'র আওতাধীন রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রমে ১৬হাজার ৪শ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ তিনজন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার(১ অক্টোবর) সকাল ১১টার দিকে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় বিজিবি। গ্রেফতারকৃতরা হলো টেকনাফের মোঃ জুবাইর (৫০), লেদা রোহিঙ্গা ক্যাম্পের ললিতা(৪০) ও বালুখালী ক্যাম্পের মোহাম্মদ জোবাইর (২৮)।
বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে তাদের শরীর থেকে অভিনব কায়দায় লুকানো ইয়াবাগুলো উদ্ধার করা হয়। অভিযানে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.