কক্সবাজারে রেজুখাল চেকপোস্টে অভিযানে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর সহায়তায় সরবরাহকৃত “সুপার সিরিয়াল” এর ২ হাজার প্যাকেটসহ দুই চোরাচালানিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে এ অভিযান চালানো হয়। নিয়মিত তল্লাশির সময় কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি পিকআপ থামিয়ে তল্লাশি করা হলে অভিনব কায়দায় লুকানো অবস্থায় সুপার সিরিয়াল জব্দ করা হয়।
অভিযানে আটকরা হলেন, চকরিয়ার চিরিঙ্গা সওদাগরঘোনা এলাকার মো. নুরুজ্জামানের ছেলে মো. জয়নাল আবেদীন (২৮) ও মালুমঘাট হাজীপাড়া এলাকার মো. নুর মোহাম্মদের ছেলে মো. রাজিব হোসেন (২০)। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, অবৈধ চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, আটক আসামি ও জব্দ মালামাল নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।