রেজুখাল বিজিবি চেকপোস্টের তল্লাশিতে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ রেজুখাল বিজিবি চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
তল্লাশির সময় (বিজিডি ১০৮৩ ডগ) জন বিশেষ দক্ষতা প্রদর্শন করে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এসময় আরাফাত হোসেন (২৪) নামের এক মাদককারবারীকে আটক করা হয়।
আটককৃত আরাফাত হোসেন টেকনাফ উপজেলার পুরানপল্লান পাড়ার মাইনুল স্কুল রোড এলাকার জহির আহমেদের ছেলে।
বিজিবি জানায়, আটক আসামি, উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে রামু থানায় জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.