রাজধানী ঢাকার মহাখালী রেলক্রসিংয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কক্সবাজারের রামু উপজেলার মেরংলোয়া গ্রামের উষা বড়ুয়ার নামে এক তরুণী। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।
নিহত উষা বড়ুয়া রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া গ্রামের বাসিন্দা প্রয়াত রতন বড়ুয়ার কন্যা।
জানা গেছে, মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআর) কর্মরত ছিলেন উষা বড়ুয়া। সকালে অফিসে যাওয়ার পথে রেলক্রসিংয়ে অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়েন তিনি।
উষা বড়ুয়ার অকাল মৃত্যুতে পরিবারে মাতম চলছে। মেরংলোয়া গ্রামে নেমে আসে শোকের ছায়া।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.