অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব। ২০১৭ সালে রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় দেয়া হয়েছিলো।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশ এখন স্থিতিশীল ও নির্বাচনের জন্য প্রস্তুত। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে।
ড. ইউনূস বলেন, মিয়ানমারের জান্তা ও আরাকান আর্মির নির্যাতনে থেকে রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিকভাবে উদ্যোগ নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে ৭ দফা প্রস্তাব দেয়া হয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.