কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের সংগঠন আসিয়ান পার্লামেন্টারিয়ান ফর হিউম্যান রাইটস (এপিএইচআর) এর একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে ১৬ নং ক্যাম্পে পৌঁছে তারা রোহিঙ্গা নেতা ও কন্সাল্টেটিভ কাউন্সিলের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বর্তমান সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, “মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আটক রোহিঙ্গাদের মুক্তি এবং নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি।” প্রতিনিধি দল নিরাপদ প্রত্যাবাসন ও সংকট সমাধানে সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।
৮ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মালয়েশিয়ার সাবেক এমপি চার্লস সান্তিয়াগো। দলে ছিলেন মালয়েশিয়ার এমপি ওং চেন, থাইল্যান্ডের এমপি রাংসিমান রোম, ফিলিপাইনের সাবেক এমপি রাউল মানুয়েলসহ অন্যরা।
প্রতিনিধিরা ক্যাম্প ঘুরে দেখেন, রোহিঙ্গা নারী ও যুব প্রতিনিধিদের সঙ্গে আলাপ করেন এবং ১৮ নং ক্যাম্পের রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন। এর আগে সোমবার তারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের সঙ্গে বৈঠক এবং জাতিসংঘ ও মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
উখিয়া থেকে ফিরে প্রতিনিধি দল ৩ সেপ্টেম্বর ঢাকায় গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.