কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানে ১০ হাজার ইয়াবাসহ এক নারী মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, সোমবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফ মডেল থানার এসআই (নিরস্ত্র) আব্দুস সালাম, এএসআই রিপন চৌধুরী ও সঙ্গীয় ফোর্স লেদা এলাকার হ্নীলা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/১৬, পশ্চিম লেদা মৌলভী পাড়ায় অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে তারা নুরুল বশরের বসতবাড়িতে মাদকদ্রব্য লেনদেন হচ্ছে এমন খবর পেয়ে সেখানে প্রবেশ করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে নুরুল বশর পালিয়ে যায়। তবে টিমের নারী কনস্টেবল এলভি দেওয়ানজীর সহায়তায় তার স্ত্রী রশিদা খাতুন (৪৪)-কে শালীনতা বজায় রেখে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে রশিদা খাতুন জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে তাদের ঘরে ইয়াবা মজুদ রয়েছে। তার দেখানো মতে ঘরের শয়নকক্ষের টেবিলের নিচ থেকে একটি কালো পলিথিন বের করে আনা হয়। পলিথিন খুলে দেখা যায় ১ কার্টনে রাখা ১০ হাজার পিস ইয়াবা। যা গণনা করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে থানায় মামলা রুজু করা হয়েছে। টেকনাফ থানার মামলা নং-৪৩, তারিখ-১৮ আগস্ট ২০২৫; জি আর নং-৫৪৭, তারিখ-১৮ আগস্ট ২০২৫; ধারা-৩৬(১) সারণির ১০(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা হয়েছে।”
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.