মায়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত উদ্বাস্তু রোহিঙ্গাদের নিয়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কর্মরত উন্নয়ন সংস্থা স্যোসাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ছওয়াব) এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় সংস্থাটির উখিয়ার বালুখালীস্থ আঞ্চলিক কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ছওয়াব চেয়ারম্যান এস.এম. রাশেদুজ্জামান বলেন- রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত প্রতিটি উন্নয়ন সংস্থার কর্মীদের রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়ক ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন- রোহিঙ্গাদের প্রত্যাবাসনে তৎকালীন প্রেসিডেন্ট জিয়ার ভূমিকাই ছিলো একটি অনুকরণীয় মডেল। মায়ানমার সরকার কর্তৃক জুলুম নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা এদেশে মানবিক আশ্রয় নিয়েছে। কাজেই তাঁদের প্রতি মানবিক আচরণের পাশাপাশি তাঁরা যেনো অধিকার এবং মর্যাদা সহ নিজ দেশে যতদ্রুত সময়ে সম্ভব ফেরত যেতে পারে সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। শরণার্থী ক্যাম্পে কর্মরত প্রতিটি উন্নয়ন সংস্থার কর্মীদেরও এই মনোভাব নিয়ে কাজ করা উচিত বলে মনে করেন তিনি।
এছাড়াও ছওয়াব কর্তৃক গৃহিত যেকোনো প্রকল্প বাস্তবায়নে আন্তরিকতা, নিষ্ঠা এবং একাগ্রতার সাথে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান ছওয়াব চেয়ারম্যান এস.এম রাশেদুজ্জামান।
ছওয়াব এর কক্সবাজার ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর আবু সাদাত নূহ এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজার-ফান্ড রেইজিং এন্ড প্রোগ্রামস শেখ মহিদ মোস্তফা, এডুকেশন কোর্ডিনেটর আতাউল্লাহ, এডমিন অফিসার মোর্শেদুল আরেফিন এবং বিভিন্ন প্রজেক্ট অফিসার ও স্টাফসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.