রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের শক্তি, সহনশীলতার গল্প নিয়ে একই গুরুত্বপূর্ণ প্রকাশনা ‘বিয়ন্ড দ্য ডার্কনেস’ । সেভ দ্য চিলড্রেন এবং ইউরোপিয়ান সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস-এর সহযোগিতায় প্রকাশিত এই বই। রবিবার বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।
আরও দেখুন
কক্সবাজারে সেভ দ্য চিলড্রেনের কক্সবাজার এরিয়া অফিসে আয়োজিত অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রতিনিধি ও সেভ দ্য চিল্ড্রেনের কর্মকর্তাসহ পার্টনারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানটিতে ইকো ও সেভ দ্য চিলড্রেনের টানা আট বছরের অংশীদারিত্বকে তুলে ধরা হয়েছে যার মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এবং হোস্ট কমিউনিটিতে শিক্ষা, শিশু সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত বলেন, “এই বই শুধু গল্পের সংকলন নয়, এটি শিশু ও তাদের পরিবারের অদম্য সাহস ও সহনশীলতার সাক্ষ্য বহন করে। এটি আমাদের মানবিক কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং ইকো’র দৃঢ় সহমর্মিতাকেও প্রতিফলিত করে। আমরা আশা করি, এসব গল্প বিশ্বব্যাপী সহানুভূতি ও মানবিক কর্মপ্রেরণা জাগাবে।”
ইকো’র বাংলাদেশ কার্যালয়ের প্রধান ডেভিড জাপ্পা বলেন, “ইউরোপীয় কমিশন রোহিঙ্গা সংকটের শুরু থেকেই রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর পাশে আছে। বিয়ন্ড দ্য ডার্কনেস আমাদের যৌথ সাফল্যকে তুলে ধরার পাশাপাশি মনে করিয়ে দেয় যে, প্রত্যেক শিশু ও পরিবারের মর্যাদা, নিরাপত্তা ও সুযোগ নিশ্চিত করতে আরও অনেক কাজ বাকি আছে। আমরা সেভ দ্য চিলড্রেনের সঙ্গে এই অংশীদারিত্ব অব্যাহত রাখতে গর্ববোধ করি।”
২০১৭ সাল থেকে ইকো এবং সেভ দ্য চিলড্রেন অংশীদারিত্বের মাধ্যমে হাজারো মানুষ নিরাপদ প্রসূতি সেবা, কিশোর-কিশোরীদের জন্য শিক্ষা, ঝুঁকিতে থাকা ছেলে-মেয়েদের জন্য শিশু সুরক্ষা সহায়তা পেয়েছে। পাশাপাশি কক্সবাজারে কমিউনিটি স্বাস্থ্য ব্যবস্থা ও সহনশীলতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.