র্যাব-১৫ এর বিশেষ অভিযানে উখিয়ার মরাগাছতলা এলাকা থেকে র্যাব পরিচয়ে অপহরণ চক্রের অন্যতম মূলহোতা সিকদার ওরফে বলি (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। সে মরাগাছতলা এলাকার বাসিন্দা এবং পিতা আবু।
গত ১১ জুন ২০২৫ বুধবার রাত আনুমানিক ২৩:০০ টায় রোহিঙ্গা ক্যাম্প-১৫ তে বসবাসরত মো. রহিমুল্লাহর ছেলে মো. হাফিজ উল্লাহকে র্যাব পরিচয়ে তিনজন অস্ত্রধারী সন্ত্রাসী অপহরণ করে। অপহরণকারীরা হলো বরখাস্ত সৈনিক সুমন, সন্ত্রাসী রাকিব ও সন্ত্রাসী সিকদার। তারা ভিকটিমকে নিজ বসতঘর থেকে ডেকে রঙ্গিখালী গহীন পাহাড়ে নিয়ে যায়। পরে অজ্ঞাত স্থান থেকে ভিকটিমের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং প্রশাসনের সহায়তা নিলে ভিকটিমকে হত্যার হুমকি দেওয়া হয়।
অপহরণের সংবাদ পাওয়ার পরপরই র্যাব-১৫ ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। ১৪ জুন ২০২৫ বরখাস্ত সৈনিক মো. সুমন মুন্সিকে আটক করে র্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ জুন ২০২৫ সকাল ৭টায় র্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন এবং বন বিভাগের যৌথ অভিযানে রঙ্গিখালির দুর্গম পাহাড় থেকে হাফিজ উল্লাহকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে ব্যবহৃত অস্ত্র, গুলি ও অন্যান্য মালামালও উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করে।
এর ধারাবাহিকতায় ২৭ জুন ২০২৫ বিকাল ১৯:০০ টায় র্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে মরাগাছতলা এলাকা থেকে পলাতক আসামি ও অপহরণ চক্রের অন্যতম মূলহোতা সিকদারকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.