লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছে, ‘এটারনিটি সি’ নামে ওই জাহাজ থেকে ছয়জনকে উদ্ধার করা গেলেও কমপক্ষে চার নাবিক নিহত হয়েছেন এবং এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন।
লাইবেরিয়ান পতাকাবাহী ও গ্রিক মালিকানাধীন জাহাজটি গত সোমবার হুথিদের চালানো একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। বুধবার জাহাজটি সম্পূর্ণরূপে ডুবে যায়। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
‘এটারনিটি সি’ সুয়েজ খালের দিকে যাচ্ছিল। এতে হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে হুথিরা, যেখানে জাহাজের ওপর বিস্ফোরণ ও তাতে আগুন লাগার দৃশ্য দেখা যায়।
আরও পড়ুন>>
হুথিদের দাবি, জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল এবং গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে তারা হামলাটি চালিয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা জাহাজের ক্রুদের উদ্ধারে সহায়তা করেছেন এবং চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন।
তবে যুক্তরাষ্ট্রের ইয়েমেন মিশন অভিযোগ করেছে, হুথিরা জাহাজ থেকে বেঁচে যাওয়া অনেক ক্রু সদস্যকে অপহরণ করেছে এবং তাদের নিরাপদে ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে।
ইউরোপীয় বাহিনীর ‘অপারেশন অ্যাস্পিডিস’ জানায়, জাহাজের ২২ সদস্যের ক্রু ও তিন সদস্যের নিরাপত্তা দলের মধ্যে পাঁচজন ফিলিপাইনের ও একজন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে।
হুথিদের এই হামলার কড়া নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলোর জোট, যার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং ও বিআইএমসিও। যৌথ বিবৃতিতে তারা বলেছে, এই হামলাগুলো নিরপরাধ নাবিকদের জীবনের প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করে। এই ট্র্যাজেডি আবারও দেখিয়ে দিয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল রক্ষা করতে আন্তর্জাতিক নিরাপত্তা জোরদার করা জরুরি।
এটি ছিল গত কয়েক মাসের মধ্যে হুথিদের প্রথম প্রাণঘাতী হামলা। এর একদিন আগেই হুথিরা ‘ম্যাজিক সিজ’ নামের আরেকটি কার্গো জাহাজে হামলা চালিয়ে সেটিকেও ডুবিয়ে দেয়। তবে সে ঘটনায় সব নাবিককে উদ্ধার করা হয়।
২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত হুথিরা ১০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালায়। এর মধ্যে দুটি ডুবে জাহাজ যায়, একটি তারা দখল করে রেখেছে এবং এসব ঘটনায় অন্তত চার নাবিক নিহত হন।
যুক্তরাষ্ট্র ও হুথিদের মধ্যে ২০২৫ সালের মে মাসে এক সমঝোতায় বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি থাকলেও ইসরায়েল-সম্পর্কিত জাহাজের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হুথিরা।
এদিকে, একই দিনে ইসরায়েল হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় হুথিরাও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.