“স্বপ্নের যাত্রা সফল হউক”—এই স্লোগানকে সামনে রেখে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের অজপাড়া গ্রাম ক্লাসপাড়ার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে যাত্রা শুরু করেছে শহীদ এ.টি.এম. জাফর আলম কলেজ।
সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের। সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের অধ্যাপক আফসানা শিরীন। উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী লুৎফুন্নেছা বেগম।
প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম। তিনি বলেন, “এই কলেজ কেবল শাহ আলম পরিবারের নয়, এটি হলদিয়া পালং ইউনিয়নের সর্বস্তরের মানুষের কলেজ। তাই কলেজের উন্নয়নে সকল রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”
বিশেষ অতিথি দাতা সদস্য মনির আহমদ বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের পর কলেজের পূর্ণ অনুমোদন পাওয়ায় আজকের এই যাত্রা সম্ভব হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো ঘরের পাশে একটি কলেজে পড়াশোনার সুযোগ। আজ সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। উখিয়া কলেজ ও বঙ্গমাতা কলেজের পর উখিয়ার ইতিহাসে শহীদ এ.টি.এম. জাফর আলম কলেজ স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, কবিতা ও বক্তব্য পরিবেশন করে। এছাড়া অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকেও বক্তব্য প্রদান করা হয়।
শেষে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম শহীদ মরহুম এ.টি.এম. জাফর আলমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.