কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মনোয়ারখালী গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল আবছারের পরিবারের পাশে দাঁড়িয়েছে কোস্ট ফাউন্ডেশন। নিহত নুরুল আবছারের স্ত্রী সায়মা সাকীর হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টায় কোস্ট ফাউন্ডেশনের উপ নির্বাহী পরিচালক সনত কুমার ভৌমিক নুরুল আবছারের গ্রামের বাড়িতে গিয়ে তার স্ত্রীর হাতে এ চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক, কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গির আলম, আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী রুবেল হোসেন, উর্ধ্বতন সমন্বয়কারী জিয়াউল করিম চৌধুরী, প্রকল্প ব্যবস্থাপক তানজিরা খাতুন, শাখা ব্যবস্থাপক জয়নাল আবেদিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন বলেন, “কোস্ট ফাউন্ডেশনের এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয়। সংস্থাটি নিজ উদ্যোগে মরহুম নুরুল আবছারের পরিবারের পাশে দাঁড়িয়ে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।”
কোস্ট ফাউন্ডেশনের উপ নির্বাহী পরিচালক সনত কুমার ভৌমিক বলেন, “নুরুল আবছার আমাদের প্রতিষ্ঠানে অল্পদিন কাজ করলেও আমরা আমাদের দায়িত্ব থেকে সরে যেতে পারি না। কোস্ট ফাউন্ডেশন সবসময় তার সহকর্মীদের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল।”
উল্লেখ্য, গত ১৪ জুন ২০২৫ কক্সবাজারের ঈদগাঁও কলেজের সামনে সিএনজি অটোরিকশা ও তিশা পরিবহনের একটি বাসের সংঘর্ষে নুরুল আবছার (২৮) নিহত হন। দুর্ঘটনার পর তার সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরবর্তীতে দাফন কার্যক্রমসহ পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করেছেন সহকর্মীরা।
দায়িত্বশীল, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা নুরুল আবছারের মৃত্যুতে কোস্ট পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.