জুলাই গণঅভ্যুত্থানের একবছর পূর্তিতে রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্রদলের সমাবেশ সফল ও সার্থক করায় নেতাকর্মীদের ধন্যবাদ এবং সাময়িক ভোগান্তির জন্য নগরবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছে সংগঠনটি।
রোববার (৩ আগস্ট) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এক বিবৃতিতে দুঃখপ্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, সমাবেশে সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জাতীয়তাবাদী ছাত্রদলের লাখো নেতাকর্মীদের প্রতি কেন্দ্রীয় সংসদ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে। আপনারা আবারও প্রমাণ করেছেন, তৃণমূলই ছাত্রদলের চালিকাশক্তি, তৃণমূলই এই সংগঠনের প্রাণ।
নেতারা বলেন, তৃণমূলের আত্মত্যাগ, আন্তরিকতা, সক্রিয়তা ও আদর্শের প্রতি নিবেদনের ওপরেই ছাত্রদলের চার দশকেরও বেশি সময় ধরে স্বমহিমায় শক্তিশালী পথচলা অব্যাহত আছে।
এছাড়া ওই বিবৃতিতে সাময়িক ভোগান্তি সৃষ্টির কারণে ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন তারা। ছাত্রদল নেতারা বলেন, নগরবাসীর ভোগান্তি সম্পর্কেও আমরা অবগত। ইতোপূর্বেও সম্ভাব্য জনভোগান্তির জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছিলাম। আবারও তাদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে কর্মদিবসের জনভোগান্তির বিষয় সম্পর্কে অধিকতর সচেতন থাকার চেষ্টা করব।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.