সমুদ্রে যান্ত্রিক ত্রুটির কারণে চার দিন ধরে ভাসতে থাকা ফিশিং বোট “এফবি মাসুদা শাহীন” এর ১৭ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
গত ৩১ আগস্ট (রবিবার) চট্টগ্রাম ফিশারি ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে ১৭ জন জেলেসহ বোটটি সমুদ্রে যায়। কিন্তু ৭ সেপ্টেম্বর রাতে বোটটির শ্যাফট ভেঙে বিকল হয়ে গেলে সেটি সমুদ্রে ভাসতে থাকে। টানা চার দিন ধরে ভাসমান অবস্থায় থাকার পর গত ১০ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে বোটের এক জেলে মোবাইল নেটওয়ার্কে আসার পর কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বরে (১৬১১১) ফোন করে সাহায্য চান।
খবর পেয়ে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় কোস্ট গার্ড জাহাজ “শ্যামল বাংলা” ওই এলাকায় উদ্ধার অভিযান চালায়। অভিযানে ১৭ জন জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করেছে কোস্ট গার্ড।
বর্তমানে উদ্ধারকৃত জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.