ঘুমধুম সীমান্তের শীর্ষ চোরাকারবারি জহির আহমেদের বিরুদ্ধে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
দৈনিক আজকের কক্সবাজার বার্তা ও পার্বত্য নিউজের প্রতিবেদক মাহমুদুল হাসানের বসতবাড়িতে গিয়ে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে হত্যার হুমকি দেন তুমব্রু বাজার পাড়ার মৃত শফিকুর রহমানের পুত্র জহির।
‘ ২১ সেপ্টেম্বর (রবিবার) এর মধ্যে হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে ‘ দাবী করে জহির হাসানের স্বজনদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
সীমান্ত সাংবাদিকতার পরিচিত মুখ হাসান জানান, ‘ তিন দিন আগে রাতের বেলায় ঘুমধুম সীমান্ত দিয়ে পাচারের সময় চোরাকারবারিদের একটি দল বেশ কিছু কাপড়ের বস্তা আমার মোটরসাইকেলের আলো দেখে ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সেসব চোরাই পণ্য জব্দ করে, এই ঘটনার পর থেকে চোরাকারবারিরা আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। আজ রাতে জহির এসে সরাসরি হুমকি দিয়ে গেলো, পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।’
এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, ‘ প্রাথমিকভাবে বিষয়টি অবগত হয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
জহির আহমেদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর খাতায় শীর্ষ মাদক চোরাকারবারি হিসেবে রয়েছে তার নাম।
সাংবাদিককে হুমকির বিষয়ে জানতে চেয়ে তার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেন নি।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.