দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ক্রাইম অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (ক্র্যাক), স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষ।
আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে কক্সবাজার পৌরসভার সামনে ক্র্যাক সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি আজিম নিহাদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা দ্রুত তুহিন হত্যার বিচার, সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও সাংবাদিকদের ওপর মামলা-হামলা বন্ধের দাবি জানান।
জসিম উদ্দিন প্রেস কাউন্সিলের সমালোচনা করে বলেন, “যে প্রেস কাউন্সিল সাংবাদিকদের পাশে দাঁড়ায় না, তাদের প্রতি ধিক্কার।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, কক্সবাজারের জনকণ্ঠের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক এইচএম এম এরশাদ, এস এ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন, রূপালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি, এবং দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার সাংবাদিক তাজুল ইসলাম, টিটিএনর সম্পাদক সৌরভ দেব, সাংবাদিক মনসুর আলম মুন্না, সাংবাদিক আবদু রশিদ মানিক, সাংবাদিক আমিন, সাংবাদিক ইয়ার রহমান আনান, সাংবাদিক মাহবুব আলম মিনার,সরোয়ার জাহান, সানজিদুল আলম সজীব, রহিদুল কবির, শামসুল আলম শ্রাবণ, সাংবাদিক রিপনসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.