উখিয়া উপজেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম-আহবায়াক ও দৈনিক খোলা কাগজের উখিয়া প্রতিনিধি সাংবাদিক মুসলিম উদ্দিনের পৈত্রিক বসতবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের চক্রান্ত চলছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি স্ট্যাটাসের মাধ্যমে এ অভিযোগ তুলেন।
তিনি ওই পোস্টে লিখেন, "আমার পিতার সত্বাধিকারী জায়গায় নির্মাণাধীন ঘর লুটপাট করে অগ্নিসংযোগের মাধ্যমে ত্রাস সৃষ্টির চক্রান্ত চলছে।
এ বিষয়ে উখিয়া থানা ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করছি।"
ভুক্তভোগী সাংবাদিক মুসলিম জানান “আমার পিতার সত্বাধিকারী জায়গায় নির্মাণাধীন ঘর লুটপাট করে অগ্নিসংযোগের মাধ্যমে ত্রাস সৃষ্টির চক্রান্ত চলছে।
এ বিষয়ে উখিয়া থানা ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ ঘটনায় সহকর্মী সাংবাদিকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, মুসলিম আমাদের সহকর্মী, তাই এ ধরনের চক্রান্ত ও হয়রানির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে এ ধরনের তৎপরতা রোধে প্রশাসনের জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ না হলে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.