1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : ডেস্ক নিউজ : : ডেস্ক নিউজ :
শিরোনামঃ
মিয়ানমারে মাদকের বিনিময়ে সিমেন্ট পাচার, আটক ২৪ দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি চোরাকারবারি খালে ঝাঁপ দিলেও সীমান্তে ৮০ হাজার ইয়াবা জব্দ ইউএস বাংলা এয়ারলাইন্স কক্সবাজার জোনে “বেস্ট পার্টনার এ্যাওয়ার্ড” পেলো আল-তাসাফি ট্যুরস এন্ড ট্রাভেলস” দল হিসেবে জামায়াতের এখনো বিচার হওয়া উচিত: নুরুল কবির মিয়ানমার-আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ সৃষ্টি করতে হবে আপনার আশপাশ থেকে আ.লীগের লোক সরান, সারজিসকে যুবদল নেতা ৫ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ স্থগিত করেছে জুম্ম ছাত্র জনতা উখিয়ায় বিষ্ণু মন্দির ও হরি মন্দির পরিদর্শনে সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী ‘আল্লাহ, তুই দেহিস’—ফকিরের আর্তনাদ মিডিয়ায় ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার ১

সাতকানিয়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রবাসীকে গুলি করে হত্যাচেষ্টা

✍️ প্রতিবেদক: ডেস্ক নিউজ •

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫ বার পঠিত

সাতকানিয়ায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে সঙ্ঘবদ্ধ মাদক সিন্ডিকেটের সদস্যরা। এতে গুরুতর আহত হয়েছেন দুবাইপ্রবাসী মো. আবু বক্কর (৩৫)।

 

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার এওচিয়া ইউনিয়নের আলী চাঁন পাড়ার বইক্যার বর দোকান এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

 

আবু বক্কর স্থানীয় মৃত হাজী নুর আহমদের ছেলে। তিনি প্রায় দুই মাস আগে দুবাই থেকে দেশে আসেন এবং পুনরায় সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। দেশে আসার পর থেকে এলাকায় মাদকবিরোধী প্রচারণা চালাতে গিয়ে তিনি মাদক কারবারিদের রোষানলে পড়েন।

 

আহত আবু বক্কর জানান, এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলযোগে ডালিম, ইয়াছিন ও আবিদ এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও পরে তারা তাকে বেধড়ক মারধর করে। এ সময় ডালিমের হাতে থাকা অস্ত্র কেড়ে নেন তিনি। এতে সংঘর্ষ আরও তীব্র হয়ে ওঠে। পরে সেলিম, কলিম, টিপু, সাইফুল ও রাকিবসহ আরও কয়েকজন সন্ত্রাসী যোগ দিয়ে তাকে এলোপাতাড়ি পেটায় এবং মাথায় বন্দুকের আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তার মাথায় ২৪টি সেলাই দেওয়া হয়েছে।

 

এ সময় স্থানীয়রা এগিয়ে এসে আবু বক্করকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় জনতা হামলাকারীদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করে পুলিশে দেয়।

 

এলাকাবাসীর অভিযোগ, ডালিম ও সেলিমসহ অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা চালিয়ে আসছে। অস্ত্রের ভয় দেখিয়ে তারা এলাকায় প্রভাব বিস্তার করায় কেউ মুখ খুলতে সাহস পায় না।

 

সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, হামলার ঘটনায় পুলিশের একাধিক টিম অভিযানে নামলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। আহতের বড় ভাই আবুল বশর বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ ৪-৫ জন অজ্ঞাতকে আসামি করে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com