ভোলাগঞ্জের সাদা পাথর লুটপাটের বিষয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে হাস্যরসাত্মক পোস্ট করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। ১৩ আগস্ট বিকেল ৪টা ২৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ পোস্ট করেন। লেখাটি পাঠকদের জন্য তুলে ধরা হলো:
‘ভোলাগঞ্জের সাদা পাথরে এলাকাটি হিজিবিজি হয়ে ছিল! দেশপ্রেমিক লোকজন অনেক কষ্ট করে মনের আনন্দে নিজ দায়িত্বে পাথরগুলো সরিয়ে নিয়ে গেছে! এখন পুরো এলাকা বালিতে চিকচিক করছে!
নদীর প্রবাহ পথে যেসব পাথর ছিল; সেগুলোও দেশপ্রেমিকরা সরিয়ে নিয়েছে! এই জন্য নদীর নাব্যতা বেড়ে গেছে! ফলে ভারত থেকে বিনা বাধায় এখন থেকে বেশি বেশি মাছ, পানি এবং পাথর আসা শুরু করেছে!
ভোলাগঞ্জের সাদা পাথর অধ্যুষিত এলাকায় যেভাবে রিসেট বাটন চাপ দেওয়া হয়েছে; ওভাবে যদি সারাদেশের নদ-নদী, পাহার-সমুদ্রে দেশপ্রেমিক জনতা তাদের কার্যক্রম চালাতে পারে, তবে অচিরেই পুরো দেশ আরবের মরু অঞ্চলে পরিণত হবে!
মরুভূমির নিচে তেল থাকবে! সেখানে হাজার হাজার উট, দুম্বা, ভেড়া চড়ে বেড়াবে! আর স্থানীয় লোকজন আরব দেশের কফিল হয়ে যাবে এবং ভারতীয়দের ভাড়া করে এনে সান্ডার খামার তৈরি করবে!’
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.