চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবরার ফারাবীর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগে যুক্ত থাকার বিষয়টি সামনে এসেছে। ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার সময়ে তাঁর ফেসবুকে দেওয়া জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরবিরোধী বেশ কয়েকটি পোস্ট ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ-সংক্রান্ত বেশ কয়েকটি পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়। এ নিয়ে ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দেখা যায়, এন ইউ আবরার ফারাবী নামের ফেসবুক আইডি থেকে ছাত্রলীগসংশ্লিষ্ট বেশ কিছু পোস্ট ও জামায়াত-শিবিরবিরোধী পোস্ট করেছেন তিনি। ওই ফেসবুক ওয়ালে শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে ছবি রয়েছে এই নেতার। শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা যায় তাঁকে।
২০২১ সালের ২৯ ডিসেম্বর তিনি জামায়াত-শিবিরকে খুনি সম্বোধন করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এ ছাড়া ২০২২ সালের ১৪ নভেম্বর আবরার তাঁর ফেসবুক পোস্টে ছাত্রলীগের নেতা ড. রবিউল হাসান ভূঁইয়া (সাবেক প্রক্টর) শিবিরের মিথ্যা মামলায় জেল খেটেছেন বলেও উল্লেখ করেন তিনি।
জানতে চাইলে আবরার ফারাবী বলেন, ‘২০২২ সালের জুন পর্যন্ত আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। ২০২৩ সাল থেকে আমি ছাত্রলীগের সব ধরনের রাজনীতি ছেড়ে পুরোদমে ছাত্রশিবিরে যুক্ত হই। শিবিরে যোগ দেওয়ার পর থেকে আর হলে থাকিনি। পরে শিবিরের সদস্য হয়ে দায়িত্বশীল পদ পাই।’
আবরার ফারাবী আরও বলেন, ‘যখন জুলাই গণ-অভ্যুত্থান শুরু হয়, তখন থেকেই মূলত আমি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হই এবং বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলন নামে যে গ্রুপ আছে, সেটা খুলি। ছাত্রলীগ করেছি, এটা আমি অস্বীকার করি না। কিন্তু ২০২২ সালের জুনের পর থেকে ছাত্রলীগের কোনো ধরনের কর্মকাণ্ডের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না।’
চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘আবরার ফারাবীর বিরুদ্ধে এখন যে বিষয়গুলো নিয়ে আসা হয়েছে, সবগুলো ২০২১-২২ সালের পোস্ট। তখন তিনি ছাত্রলীগে যুক্ত ছিলেন। এরপর তিনি ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হয়ে সংগঠনের নিয়ম অনুযায়ী মানোন্নয়ন করেন এবং দায়িত্বশীল পর্যায়ে আসেন।’
মোহাম্মদ আলী আরও বলেন, ‘ব্যাপারটা এমন না যে, তিনি আগস্ট-পরবর্তী সময় থেকে ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হয়েছেন, বরং আগস্টের আগে ২০২৪ সাল থেকে সোহরাওয়ার্দী হল শাখার দায়িত্ব পালন করছেন। পরে এ বছর জানুয়ারি থেকে তাঁকে সোহরাওয়ার্দী হল শাখার সভাপতির দায়িত্ব দেওয়া হয়।’
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.