কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের পরিচালিত বিশেষ অভিযানে অভিনব কায়দায় লুকানো ১ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাদক শনাক্তকারী প্রশিক্ষিত কুকুর সিপাহী ডগ জ্যাক।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী “ঝিনুক পরিবহন” মিনিবাসটি শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে তল্লাশির জন্য থামায় বিজিবি। এ সময় যাত্রীবেশে থাকা এক ব্যক্তিকে সন্দেহ হলে ডগ জ্যাককে ব্যবহার করা হয়। কুকুরটির ইঙ্গিতের ভিত্তিতে মিনিবাসের সীটের রেক্সিনের নিচ থেকে কালো স্কচটেপে মোড়ানো ৫টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে মোট ১ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
ঘটনার সঙ্গে জড়িত টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিদ আহমদের ছেলে মোহাম্মদ সরওয়ার (২৫) কে ঘটনাস্থলেই আটক করে বিজিবি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরওয়ার স্বীকার করে যে, ইয়াবাগুলো টেকনাফের আব্দুল মালেক নামের এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করে কক্সবাজারে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। এর বিনিময়ে তাকে ১০ হাজার টাকা দেয়ার কথা ছিল।
আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবা আইনগত ব্যবস্থা শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিজিবি।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.