নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া উপজেলার নাফ নদীর উলুবনিয়া সীমান্ত থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৫ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন।
তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান আসার খবরে পালংখালী বিওপি’র বিশেষ টহলদল উলুবনিয়া সীমান্তে সতর্ক অবস্থান নেয়। ওই সময় দুই চোরাকারবারিকে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করে। চোরাকারবারিরা দৌড়ে পালিয়ে গেলে টহলদল ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.