বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) আওতাধীন ফুলতলী বিওপি’র টহল দল বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ১২৫ জোড়া বাংলাদেশি গাম বুট আটক করেছে।
শনিবার (১৩ জুলাই ) আনুমানিক বিকেল ৪টার দিকে বিওপি হতে প্রায় ৩ কিলোমিটার পূর্বে রোহিঙ্গা টিলা এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
আটককৃত গাম বুটের বাজারমূল্য প্রায় ৮১,২৫০ টাকা।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকার নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও তৎপরতা অব্যাহত রয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.