সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আহত চার বাংলাদেশি নাগরিককে আর্থিক সহায়তা প্রদান করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু ও উখিয়ার তুলাতলী এলাকার শূন্য রেখা সংলগ্ন সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে স্থানীয়রা আহত হন। আহত ব্যক্তিরা জীবিকার তাগিদে ওই এলাকায় চাষাবাদ, গবাদি পশু চরানো ও কাঠ সংগ্রহ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।
আর্থিক সহায়তা পাওয়া আহতরা হলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ফকিরাঘোনা এলাকার হাবিবুর রহমানের পুত্র সোনা মিয়া, তুমব্রু হাসপাতাল পাড়ার মৃত আবুল হোসেনের পুত্র আবু তাহের, উখিয়ার তুলাতলী এলাকার এস আলমের পুত্র করিম হোসেন ও একই এলাকার সিরাজ মিয়ার পুত্র মো. মনছুর আলম।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের দিকনির্দেশনায় এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভবিষ্যতেও সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণসহ বিভিন্ন দুর্ঘটনায় আহত ও দুঃস্থদের পাশে বিজিবি সহায়তা নিয়ে থাকবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.