কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ৩ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সেন্টমার্টিন এলাকা থেকে মাছ ধরতে সমুদ্রে যায় ‘এম ভি সাইমা’ নামক একটি ফিশিং বোট। তবে যান্ত্রিক ত্রুটির কারণে বোটটির ইঞ্জিনের শ্যাফট বিকল হয়ে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে ভেসে থাকতে থাকে।
পরে ভেসে আসতে আসতে বোটটি ছেঁড়াদ্বীপ সংলগ্ন এলাকায় পৌঁছালে স্থানীয় এক জেলে মোবাইল ফোনে বিষয়টি কোস্ট গার্ডকে জানান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন দ্রুত অভিযান চালিয়ে ফিশিং বোটসহ ৩ জন জেলেকে উদ্ধার করে।
উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ শেষে ফিশিং বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.