ওজন ও মানদন্ড পরিমাপ আইন, ২০১৮ এর আওতায় ৪ টি ফিলিং স্টেশন এবং ৩ টি স্বর্ণ দোকানে অভিযান পরিচালনা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এ-সময় ওজনে কারচুপি করে কাস্টমারদের সাথে প্রতারনার অভিযোগে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযানের নেতৃত্ব দেন সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম।
তিনি বলেন, ফিলিং স্টেশন ও স্বর্ণ দোকানে ওজনে কারচুপির অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জুয়েলারি দোকান মালিক সমিতির লোকজন এক সপ্তাহ সময় চেয়েছেন তাদের দোকানের ওজন পরিমাপক যন্ত্র ঠিক করার জন্য। তাদেরকে সতর্ক করা হয়েছে, যেন ভবিষ্যতে এমন ত্রুটিপূর্ণ ওজন পরিমাপক যন্ত্র দিয়ে স্বর্ণ পরিমাপ করা না হয় অন্যথায় পুনরায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সেই সাথে অন্যান্য স্বর্ণ দোকান মালিকদেরকেও সতর্ক করা হয়েছে, তারাও যেন সঠিক ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করে স্বর্ণ পরিমাপ করেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.