মাদারীপুরের শিবচর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রাকিব নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়েছে। এতে পৌর এলাকার ছড়িয়ে পড়ে আতঙ্ক। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শিবচর বাজারের প্রধান সড়কের ইউসিবি ব্যাংকের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রাকিব মাদবর চরশ্যামাইল (জয় বাংলা ব্রিজ সংলগ্ন) এলাকার নাসির মাদবরের ছেলে এবং একই এলাকার ইবনে সামাদ হত্যা মামলার আসামি।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ৮টার দিকে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সামনে দাঁড়িয়ে ছিলেন রাকিব মাদবর। এসময় প্রকাশ্যে রাকিবের ওপর অতর্কিত হামলা চালায় ৫-৬ জন দুর্বৃত্ত। দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে।
পরে রাকিব সড়কে লুটিয়ে পড়লে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর অবস্থায় উদ্ধার করে ওই যুবককে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিক্যালে পাঠান। কিন্তু ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই। পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৬ মে শত্রুতার জেরে উপজেলার চরশ্যামাইল সর্দারকান্দি এলাকার কালাম সর্দারের ছেলে ইবনে সামাদকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন।
২১ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ঢাকা মেডিক্যালে মারা যায় ইবনে সামাদ। ইবনে সামাদ হত্যা মামলার আসামিদের রাকিব একজন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.