হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়েছেন এক আওয়ামী লীগ নেতা; যিনি নয়টি হত্যা মামলার আসামি।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাগাহাতা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ।
পালিয়ে যাওয়া আব্দুল মজিদ উপজেলার কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও বাগাহাতা গ্রামের বাসিন্দা।
প্রবাস কুমার বলেন, “বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত হন নয়জন। এসব ঘটনায় দায়ের করা মামলার আসামি আব্দুল মজিদ।
“সোমবার দুপুর ১২টার দিকে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার জন্য নৌকায় তুলে। তখন গ্রামের কিছু লোক প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কৌশলে হাতকড়াসহ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান মজিদ।”
মজিদকে ধরতে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালাচ্ছে বলেও জানান প্রবাস কুমার।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.