টমটম লাইসেন্স বাণিজ্যের কেলেঙ্কারি যেন হাসিমুখে ধামাচাপা দেওয়ার পথে! কক্সবাজার পৌরসভায় আজ স্টাফ মিটিং ও বিদায় সংবর্ধনার নামে ৬ জন কর্মকর্তা-কর্মচারিকে "সম্মানের সঙ্গে" বদলি করা হয়েছে।
যদিও বাহ্যিকভাবে বলা হচ্ছে এটি নিয়মিত বদলি, তবে অনেকের মতে এটি সুশৃঙ্খল ‘দায় এড়ানো’র পরিকল্পিত ধাপ।
কারণ, সম্প্রতি লাইসেন্স ইস্যুতে ব্যাপক অনিয়ম, সিন্ডিকেটের মাধ্যমে ঘুষ গ্রহণ এবং স্বজনপ্রীতির অভিযোগ উঠে আসে—যা কক্সবাজার জাগো নিউজসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়।
বদলি হওয়া কর্মকর্তা-কর্মচারির তালিকা ও নতুন কর্মস্থল:
প্রমথ পাল–লাইসেন্স পরিদর্শক, মহেশখালী পৌরসভা। কবির হোছাইন–কনজারভেন্সি ইনস্পেক্টর, চকরিয়া পৌরসভা। এমদাদুল হক– সহকারী কর আদায়কারী, টেকনাফ পৌরসভা। আব্দুল কাদের– হিসাব সহকারী, চকরিয়া পৌরসভা। মিজানুর রহমান – জীপ চালক, চকরিয়া পৌরসভা। শাহনেওয়াজ কালু– বিদ্যুৎ লাইনম্যান, টেকনাফ পৌরসভা।
আজকের বিদায় সংবর্ধনায় ফুলেল শুভেচ্ছা, হাস্যোজ্জ্বল ছবি এবং শুভকামনার মধ্য দিয়ে ‘উপস্থাপন’ করা হয় বিষয়টিকে। অথচ, পৌরসভার গরিব টমটম চালকরা এখনো জানেন না—কে তাদের লাইসেন্স বিক্রি করে লাখপতি হয়েছে, আর কারা সেই সিন্ডিকেটের আসল রূপ।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.