কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২৯ জুলাই মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজিবি ও র্যাবের সমন্বয়ে গঠিত দুটি বিশেষ টহল দল এই চিরুনি অভিযান পরিচালনা করে।
গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায়, রঙ্গীখালীর গলাচিরা পাহাড়ে ডাকাত দলের চারজন সদস্য অস্থায়ী ঘাঁটি তৈরি করে অবস্থান করছিল। অভিযান চলাকালে যৌথ টহল দলের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পাহাড়ের গভীরে সরে যাওয়ার চেষ্টা করে এবং পালানোর উদ্দেশ্যে দুই রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে পাহাড়ে চিরুনি তল্লাশি চালিয়ে বিজিবি ও র্যাব নিচের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে, ১টি বিদেশি অস্ত্র (UZI সাবমেশিন গান), ২টি দেশীয়, একনলা গাদা বন্দুক (লং ব্যারেল), ৪টি আর্জেস হ্যান্ড গ্রেনেড (ফিউজসহ), ১০ রাউন্ড (৭.৬২x৫১ মিমি) ন্যাটো গুলি
স্থানীয় সূত্র জানায়, এই এলাকাটি দীর্ঘদিন ধরে সন্ত্রাস, মাদক চোরাচালান, চাঁদাবাজি, অপহরণ ও খুনের মতো অপরাধ কর্মকাণ্ডের কেন্দ্র ছিল। যৌথ বাহিনীর এই অভিযান এলাকায় জনমনে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে এনেছে।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া গ্রেনেডগুলো ধ্বংস করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনায় জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত করতে বিজিবি ও র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.