আজ ১১ সেপ্টেম্বর, উখিয়ার গণমাধ্যম অঙ্গনের জন্য এক গৌরবময় দিন। কারণ আজ উখিয়া নিউজ পদার্পণ করলো ১৫ বছরে।
২০১১ সালের এই দিনে উখিয়ার সর্বপ্রথম অনলাইন সংবাদমাধ্যম হিসেবে যাত্রা শুরু করেছিল উখিয়া নিউজ। প্রতিষ্ঠার পর থেকেই এই যাত্রায় উখিয়া নিউজের সঙ্গে নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন উখিয়া প্রেসক্লাবের সাবেক সফল সভাপতি ও মানবজমিন এর স্টাফ রিপোর্টার সরওয়ার আলম শাহীন। বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব, বাংলাদেশ বেতার, ডেইলি অবজারভার ও যায়যায়দিন এর স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ।
সবার সহযোগিতা ও পরিশ্রমে আজ উখিয়া নিউজ পেরিয়ে এসেছে দেড় দশকেরও বেশি সময়।
প্রথমদিকে দেশে যখন অনলাইন গণমাধ্যমের প্রচলন ছিল একেবারেই সীমিত, তখন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ও কক্সবাজার নিউজের সম্পাদক এস.এম আকতার উদ্দিন চৌধুরীর পরামর্শ ও সহযোগিতায় উখিয়ার মতো প্রান্তিক অঞ্চলে যাত্রা শুরু করেছিলো উখিয়া নিউজ। স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ, শিক্ষা, সংস্কৃতি থেকে শুরু করে রাজনীতিসহ সব খবর দ্রুততম সময়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে উখিয়া নিউজ হয়ে ওঠে জনতার কণ্ঠস্বর।
তথ্য সরবরাহের পাশাপাশি সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবেও সংবাদমাধ্যমের ভূমিকা রেখেছে উখিয়া নিউজ।
১৫ বছরের দীর্ঘ পথচলায় উখিয়া নিউজ যেমন যেমন পাঠকের আস্থা অর্জন করেছে, তেমনি তরুণ প্রজন্মের সংবাদকর্মীদেরও উদ্বুদ্ধ করেছে। প্রতিকূলতা, প্রতিবন্ধকতা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা অতিক্রম করেও আজ উখিয়া নিউজ টিকে আছে পাঠকের ভালোবাসা ও সহযোগিতায়।
তবে এই অর্জনই চূড়ান্ত নয়। তথ্যের প্রবাহ যত বাড়ছে, অনলাইন মিডিয়ার প্রতিযোগিতাও তত তীব্র হচ্ছে।
তাই উখিয়া নিউজ সামনে এগোতে চায় বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী প্রতিবেদনে, স্থানীয় উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ায়, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায়, সামাজিক দায়বদ্ধতার জায়গায় আরও দৃঢ় অবস্থানে।
১৫ বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে উখিয়া নিউজ আগামীতে আরও শক্তিশালী হবে, হয়ে উঠবে আরও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম।
এই দীর্ঘ যাত্রায় উখিয়া নিউজের সঙ্গে থাকা পাঠক, শুভানুধ্যায়ী, সহকর্মী ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
- ওবায়দুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশক, উখিয়া নিউজ।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.