মাঠের ভেতর নেইমারের গল্প কমবেশি সবাই জানে। ডিফেন্ডারদের হতভম্ব করে দেওয়া ড্রিবল, মধ্যাকর্ষণ তত্বকে অস্বীকার করা গোল, ফুটবল পায়ে দৃষ্টিনন্দন প্রদর্শনী- ইউরোপ, এশিয়া হয়ে লাতিনে ফিরে যাওয়ার পরও কমবেশি এসব গল্প তার সঙ্গী। তবে, মাঠের বাইরে তার প্রকৃত গল্প ক’জন জানেন?
বিলাসবহুল জীবন-যাপনে অভ্যস্ত নেইমার, এটাও প্রায় অনেকেই জানেন। তবে, তার সংগ্রহশালায় পৃথিবী বিখ্যাত সব ধরনের গাড়ীর সম্ভার রয়েছে, এটাও বা কতজন জানেন? সেই সংগ্রহশালায় আরও একটি ঝাঁ-চকচকে সংস্করণ যুক্ত করেছেন নেইমার। যেটা দিয়ে আবারও সংবাদ শিরোনামে উঠে এসেছেন নেইমার জুনিয়র।
১.৮ মিলিয়ন (২২ কোটি টাকা প্রায়) ডলারে ব্যাটমোবাইলের বিখ্যাত ট্রাম্বলার গাড়ির রেপ্লিকা কিনে নিলেন। ক্রিস্টোফার নোলানের ডার্ক নাইট ট্রিলজির ব্যাটমোবাইলের এই জেট-কালো, সাঁজোয়া গাড়িটি, যা তার ৫০০ হর্স পাওয়ারের শক্তিশালী ভি-৮ টারবাইন ইঞ্জিনের জন্য বিখ্যাত। কিন্তু দুঃখের বিষয় হলো, এই গাড়ী সাধারণের রাস্তায় চালানোর জন্য বৈধ নয়। সুতরাং বিপুল পরিমাণে অর্থ দিয়ে কিনলেও এই গাড়িটি নেইমার চালাতে পারছেন না।
একটি এক্সক্লুসিভ অনলাইন নিলাম থেকে এই গাড়িটি কিনেছেন ব্রাজিলিয়ান এই তারকা।ওই নিলাম সাইটে স্ক্রল করতে গিয়ে ব্যাটমোবাইলের সন্ধান পান। দেখলেন, ক্রিস্টোফার নোলানের ডার্ক নাইট ট্রিলজির একটি সম্পূর্ণ কার্যকরী ব্যাটমোবাইল রেপ্লিকা। এ ব্যাটম্যানেরই তো দীর্ঘদিনের ফ্যান তিনি।
দ্রুত বিড করেন তিনি এবং জিতেও গেলেন। দ্রুত টাকা পাঠিয়ে দিলেন। সাও রোকে শহরের ড্রিম কার মিউজিয়াম থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের সাও পাওলোয় নেইমারের গ্যারেজে গাড়িটি পৌঁছে দেওয়া হয়। এর নকশা করেছেন আদেমার কাবরাল নামের এক ডিজাইনার। এটি তৈরিতে ৫০ জনের একটি দল কাজ করেছে টানা তিন বছর!
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.